মাহে রমযান ১৪৪৬ হি/২০২৫ঈ, সন
ক. বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য হিসেবে যাকাত-ফিতরার নেসাব
প্রতি ভরি রূপা ১৮০০×৫২.৫ = ৯৫,০০০/= পঁচানব্বই হাজার টাকা।
খ. বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশনের ০১-০৩-২৫ইং তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের যাকাত আদায়ের হিসাব:
স্বর্ণ | বাজার মূল্য (প্রতি ভরি) | ১৮% বাদে যাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি) |
২২ ক্যারট | ১,৪৮,৩৪২/= | ১,২১,৬০০/= |
২১ ক্যারট | ১,৪১,৬০০/= | ১,১৬,১০০/= |
১৮ ক্যারট | ১,২১,৩৭৫/= | ৯৯,৬০০/= |
সনাতন | ৯৯,৮৯০/= | ৮১,৯০০/- |
উপরোক্ত যাকাতযোগ্য মূল্য অনুপাতে স্বর্ণালংকারের মোট মূল্য নির্ধারণ করে ২.৫% হারে যাকাত প্রদান করতে হবে।
রূপার ক্ষেত্রে স্থানীয় দরের অনেক হেরফের রয়েছে, সুতরাং প্রত্যেকে নিজ মালিকানাধীন রূপার বিক্রয়মূল্য সরাসরি বাজার থেকে জেনে যাকাত প্রদান করবে।
গ. সদকায়ে ফিতরার হিসাব:
খাদ্যদ্রব্য | পরিমাণ | প্রতি কেজি দর | ১ টি ফিতরা |
পনির | ৩.৩ কেজি | ৮২০/= | ২৭০০/= |
খেজুর | ৩.৩ কেজি | ৭০০/= | ২৩০০/= |
কিশমিশ | ৩.৩ কেজি | ৬০০/= | ২০০০/= |
যব | ৩.৩ কেজি | ১২০/= | ৪০০/- |
গম/আটা | ১.৬৫ কেজি | ৬০/= | ১০০/- |
ফাতাওয়া বিভাগ, জামি’আরাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুর ঢাকা।

মা শা আল্লাহ।
মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামীন আমাদের নেক আমলগুলোকে কবুল করুন। আমীন।
আলহামদুলিল্লাহ।
জাযাকুমুল্লাহু খাইরান
আলহামদুলিল্লাহ, ওয়েবসাইটটি পেয়ে খুবই খুশি হলাম।
মাশাআল্লাহ