ভর্তি সংক্রান্ত জরুরি তথ্য

১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত জরুরি তথ্য

(ভর্তিচ্ছু নতুন ছাত্রদের জন্য প্রযোজ্য)

তারিখ ও কার্যক্রম

২৫ রমজান – ইফতা বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা ও হাদীস বিভাগে ভর্তিচ্ছু পুরাতন ছাত্রদের ভর্তি পরীক্ষা।
২৭ রমজান – তাফসীর, আদব ও দাওয়াহ বিভাগে ভর্তিচ্ছু পুরাতন ছাত্রদের ভর্তি পরীক্ষা।
৭ শাওয়াল – মাদরাসা খোলা, সকল জামাআতের ভর্তিচ্ছু নতুন ছাত্রদের ভর্তি ফরম সংগ্রহ, তাইসীর থেকে নাহবেমীর পর্যন্ত ছাত্রদের ভর্তি পরীক্ষা (মৌখিক) ও ভর্তি।
৮ শাওয়াল – হিদায়াতুন্নাহব থেকে তাখাস্সুস (ইফতা বিভাগ বাদে) পর্যন্ত ভর্তিচ্ছু নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা (লিখিত ও মৌখিক)।
৯ শাওয়াল – ফলাফল প্রকাশ ও ভর্তি (পরীক্ষায় উত্তীর্ণদের ঐ দিন ভর্তি হওয়া আবশ্যক, পরে সুযোগ থাকবে না)।
১০ শাওয়াল – মকতব, নাযেরা ও হিফয বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা ও ভর্তি।

প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী

১. ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু নতুন/পুরাতন সকল ছাত্রের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি লাগবে।
২. নতুন ছাত্রদের লিখিত ভর্তি পরীক্ষায় কোনো একটি প্রশ্নের উত্তর উর্দূতে দিতে হবে।
৩. মকতব, নাযেরা, হিফয বিভাগ এবং কিতাব বিভাগের তাইসীর ও মীযান জামাআতের ছাত্রদের ভর্তির সময় অভিভাবকদের সশরীরে উপস্থিত হয়ে অভিভাবক ফরম পূরণ করতে হবে।

পরীক্ষার বিষয়সমূহ

জামাআতবিষয়
তাফসীরুল কুরআন বিভাগতাফসীরে জালালাইন, আল-ফাউযুল কাবীর
উলূমুল হাদীস বিভাগসহীহ বুখারী ১ম, শরহু নুখবাতিল ফিকার
ইফতা বিভাগসহীহ বুখারী ১ম, হিদায়া ৩য়, নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
দাওয়াহ বিভাগসহীহ মুসলিম (কিতাবুল ঈমান), আক্বীদাতুত-ত্বাহাবী, বাংলা, উর্দূ ও আরবীতে সংক্ষিপ্ত রচনা
আদব বিভাগআরবী কাওয়াইদ, ইবারত পাঠ, লেখালেখি ও অনুবাদের যোগ্যতা, আধুনিক আরবীর সাথে সম্পৃক্ততা
তাকমীল (দাওরায়ে হাদীস)মিশকাত, হিদায়া ৪র্থ
নিহায়ী সানী (মিশকাত)তাফসীরে জালালাইন (পূর্ণ), হিদায়া ১ম ও ২য়
নিহায়ী আউয়াল (জালালাইন)শরহে বেকায়া (পূর্ণ), নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
সানাবী সানী (শরহে বেকায়া)শরহে জামী, কানযুদ্দাকাইক
সানাবী আউয়াল (শরহে জামী)কাফিয়া, কুদূরী
উলিয়ানী সালিস (কাফিয়া)হিদায়াতুন্নাহব, ইলমুস সীগাহ
উলিয়ানী সানী (হিদায়াতুন্নাহব)নাহবেমীর, ইলমুস সরফ ৩য় ও ৪র্থ/পাঞ্জেগাঞ্জ
উলিয়ানী আউয়াল (নাহবেমীর)মীযান, মুনশাইব/ইলমুস সরফ ১ম ও ২য়, আরবী আদব
ইবতিদায়ী সানী (মীযান)তাইসীর, ফারসী কী পেহলী কিতাব
ইবতিদায়ী আউয়াল (তাইসীর)উর্দূ কায়দা, নাযিরা (গাইরে হাফেযদের জন্য)

আত-তাখাস্সুস ফিল-ফিকহি ওয়াল-ইফতা বিভাগে ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

১. ভর্তি ফরম ২৪ রমজান ১৪৪৬ হিজরীর আগেই সংগ্রহ করতে হবে।
২. শুধুমাত্র জামি‘আ রাহমানিয়া আরাবিয়া সাতমসজিদ মাদরাসার ফাযেলগণ ফরম সংগ্রহ করতে পারবে।
৩. দাওরায়ে হাদীস/তাকমীল জামাআতে বিগত ২য় সাময়িক পরীক্ষায় গড় নম্বর মুমতায থাকতে হবে এবং নম্বরপত্র প্রতিষ্ঠানের শিক্ষা দফতর কর্তৃক সত্যায়িত হতে হবে।
৪. লিখিত ও মৌখিক দুই পর্বে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

  • লিখিত পরীক্ষা: ২৫ রমজান, সকাল ৯:৩০ – দুপুর ১:০০
  • মৌখিক পরীক্ষা: ২৬ রমজান, সকাল ১০:০০ – আসর পর্যন্ত
    ৫. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া হবে।
    ৬. উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৬৫ নম্বর প্রাপ্তদের মধ্য থেকে শীর্ষ ১৫ জন ভর্তির সুযোগ পাবে।
    ৭. ২৭ রমজান সকাল ১১টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এবং রমজানের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

বি.দ্র.: সকল তাখাস্সুসে ভর্তি পরীক্ষা ও পরবর্তী পরীক্ষাসমূহে শুধুমাত্র মুমতায নম্বরপ্রাপ্ত ছাত্ররা জামি‘আর পক্ষ হতে নাশতার ভাতা পাবে। জায়্যিদ জিদ্দানে উত্তীর্ণ হওয়ার শর্তে ফ্রি খানা পাবে এবং ইফতা ও উলূমুল হাদীসের ছাত্ররা প্রথম বর্ষের সালানা পরীক্ষায় জায়্যিদ জিদ্দানে উত্তীর্ণ হলে দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাবে।

ভর্তির জন্য আরও বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করুন: ০১৯৬১-২২৮৫৫৭

1 thought on “ভর্তি সংক্রান্ত জরুরি তথ্য”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top