মাহে রমযান ১৪৪৬ হি/২০২৫ঈ, সন
ক. বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য হিসেবে যাকাত-ফিতরার নেসাব
প্রতি ভরি রূপা ১৮০০×৫২.৫ = ৯৫,০০০/= পঁচানব্বই হাজার টাকা।
খ. বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশনের ০১-০৩-২৫ইং তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের যাকাত আদায়ের হিসাব:
স্বর্ণ | বাজার মূল্য (প্রতি ভরি) | ১৮% বাদে যাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি) |
২২ ক্যারট | ১,৪৮,৩৪২/= | ১,২১,৬০০/= |
২১ ক্যারট | ১,৪১,৬০০/= | ১,১৬,১০০/= |
১৮ ক্যারট | ১,২১,৩৭৫/= | ৯৯,৬০০/= |
সনাতন | ৯৯,৮৯০/= | ৮১,৯০০/- |
উপরোক্ত যাকাতযোগ্য মূল্য অনুপাতে স্বর্ণালংকারের মোট মূল্য নির্ধারণ করে ২.৫% হারে যাকাত প্রদান করতে হবে।
রূপার ক্ষেত্রে স্থানীয় দরের অনেক হেরফের রয়েছে, সুতরাং প্রত্যেকে নিজ মালিকানাধীন রূপার বিক্রয়মূল্য সরাসরি বাজার থেকে জেনে যাকাত প্রদান করবে।
গ. সদকায়ে ফিতরার হিসাব:
খাদ্যদ্রব্য | পরিমাণ | প্রতি কেজি দর | ১ টি ফিতরা |
পনির | ৩.৩ কেজি | ৮২০/= | ২৭০০/= |
খেজুর | ৩.৩ কেজি | ৭০০/= | ২৩০০/= |
কিশমিশ | ৩.৩ কেজি | ৬০০/= | ২০০০/= |
যব | ৩.৩ কেজি | ১২০/= | ৪০০/- |
গম/আটা | ১.৬৫ কেজি | ৬০/= | ১০০/- |
ফাতাওয়া বিভাগ, জামি’আরাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুর ঢাকা।

মা শা আল্লাহ।
মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামীন আমাদের নেক আমলগুলোকে কবুল করুন। আমীন।
আলহামদুলিল্লাহ।
জাযাকুমুল্লাহু খাইরান
আলহামদুলিল্লাহ, ওয়েবসাইটটি পেয়ে খুবই খুশি হলাম।
মাশাআল্লাহ
ماشاء الله