তাজব্বুতী কোর্স ২০২৫ – শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ!

মুহতারাম! আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

বাদ সালাতি মাগরিব, আশা করি আল্লাহ তা’আলার রহমত ও অফুরন্ত সদয়তায় সুস্থ ও আফিয়াতের সঙ্গে আছেন। আল্লাহ তা’আলার আরশের ছায়াতলে আশ্রয়প্রাপ্তদের একজন হওয়ার দুর্লভ সুযোগ লাভের জন্য বরকতের দরজা ও তাওফিকের যাত্রাপথ রচনা করে দেওয়ার দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে।

মুহতারাম! আপনি নিশ্চয় অবগত হবেন যে, শিক্ষা-দীক্ষার মান উন্নয়ন করে এবং আদর্শ ও দক্ষ শিক্ষক তৈরি করাকেই জামিয়ার কর্তব্য মনে করা হয়। এজন্য আমাদের রহমানিয়া মাদ্রাসা ১৯ দিন (রজব ১লা থেকে ১৯শে রজব পর্যন্ত) ব্যাপী দুইটি কোর্সের আয়োজন করতে যাচ্ছে:

১. তাজব্বুতী মুদাররিসীন (কিতাব বিভাগীয় শিক্ষকদের জন্য)
২. তাজব্বুতী মু’আল্লিমীন (মক্তব, নাযেরা ও হিফজ বিভাগের শিক্ষকদের জন্য)

সুতরাং, আপনার সদয় দৃষ্টিপাত ও অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। আশা করছি, আপনার অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক-দীক্ষার মান উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারবেন। আল্লাহ তা’আলা আপনার জীবনের সকল দ্বীনি মুহিমাত কবুল করুন এবং তাওফিক দান করুন। আমিন।

বি.দ্র: উভয় কোর্সের ভর্তি ফি ২ হাজার টাকা। থাকা-খাওয়া ফ্রি। প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top