অনুদান – সহযোগিতার তরীকা
সাধারণ দানঃ
যে কেউ সাধারণভাবে মাদরাসার নির্মান কাজে দান করতে পারবে।
যাকাত, ফেতরা, কোরবানীরপশুর চামড়াঃ
মাদরাসায় আপনারা প্রতি বছর যেভাবে আপনাদের কোরবানীর পশুর চামড়া, যাকাত, ফেতরা ইত্যাদি দিয়ে মাদরাসায় সাহায্য করে থাকেন তা জারী রেখে আগের থেকে আরো বেশী ফিকির করার বিশেষ
আবেদন রইলো।
আজীবন সদস্যঃ
মসজিদ মাদরাসার নির্মান কাজে সহযোগীতার জন্য মাদরাসার আজীবন সদস্য হওয়ার মাধ্যমে এককালীন (১০০,০০০) এক লক্ষ টাকা সাধারণ তহবিলে দান করার ব্যবস্থা রয়েছে। এই এক লক্ষ টাকা দানকারী তার সুভিদার্থে কিস্তিতে দিতে পারবে।
ঋণ গ্রহণ বা কর্জে হাসানাঃ
কেউ যদি মাদরাসার কাজে কর্জে হাসানা দিতে আগ্রহী হয় সে চাইলে দিতে পারবে। কর্জ দেয়ার পর ঋণ দাতা তার প্রয়োজনে টাকা ফেরত চাইলে মাদরাসা কর্তৃপক্ষ ৭/৮ দিনের মধ্যে তার টাকা ফেরত দিয়ে থাকে।
আমাদের অনেকেই এমন আছেন যারা আল্লাহর ভয়ে ব্যাংকে টাকা রেখে সুদ খায় না। অথচ নিরাপত্তার কারনে ব্যাংকে টাকা জমা রাখতে বাধ্য থাকেন। তাঁদের উদ্দেশ্যে বলা যে আপনারা চাইলে আপনাদের অতিরিক্ত টাকা যা দুনিয়ার ব্যাংকে জমা আছে তাঁরা আল্লাহর ব্যাংকে জমা রাখতে পারেন মাদরাসার কাজে ঋণ দেয়ার মাধ্যমে।